বর্তমান সময়ে প্রত্যেকটা কর্মক্ষেত্র এবং প্রত্যেকটা অফিস, দোকান, গোডাউন, বাসা বাড়ি মনিটরিং করার জন্য ২৪/৭ সিকিউরিটির প্রয়োজন। যার জন্য CCTV Camera একটি অন্যতম ডিভাইস। আজকের এই আর্টিকেলে যেই ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করবো এই ভিডিওতে CCTV Camera সহ আইপি ক্যামেরা, ডুলাল লেন্স ক্যামেরা, ডুম ক্যামেরা, ইন্ডাস্ট্রিয়াল ক্যামেরা, প্রজেক্ট ক্যামেরা, বাসা বাড়ির ক্যামেরা সহ যারা এক সাথে ৪০-৫০ বা তার বেশি ক্যামেরা সেট-আপ করতে চান সেই সকল কালেকশন দেখানো হয়েছে।
CCTV Camera
CCTV ক্যামেরা বা CCTV যার ফুল মিনিং হলো Closed-Circuit Television. যা দিয়ে খুব সহজে একটি নির্দিষ্ট স্থানকে মনিটরিং করার পাশাপাশি ২৪/৭ সব কিছু রেকর্ড করা যায়। সুতরাং আপনি উপস্থিত থাকুন বা না থাকুন আপনার প্রতিষ্ঠান, বাসা বাড়ি সবসময় সিসিটিভি ক্যামেরা রেকর্ড করে রাখবে। এবং আপনি পরবর্তিতে খুব সহজে মনিটরিং করতে পারবেন। সিসিটিভি ক্যামেরা বিশেষ করে যেই সকল যায়গায় অধিক পরিমানে বিশেষ করে একের অধিক যায়গা একই সাথে দেখা লাগে সেই সকল স্থানে খুব প্রয়োজনীয় একটি ডিভাইস।
IP Camera
IP অর্থাৎ Internet Protocol অতএব আইপি ক্যামেরা মানে Internet Protocol Camera. এই ক্যামেরা সাধারনত নির্দিষ্ট এককক স্থান বা রুম, দোকান, শোরুম মনিটরিং করার জন্য ব্যবহার করা হয়। এই ক্যামেরা গুলো খুবই কাজের হয়ে থাকে। কারন এই IP Camera গুলো Wifi বা Sim এর মাধ্যমে সরাসরি ব্যবহার করা যায়। এছাড়া এইগুলো ব্যবহারের জন্য কোন প্রকার XVR বা মনিটরের প্রয়োজন নেই। সরাসরি আপনার মোবাইল থেকেই সব কিছু দেখতে ও কন্ট্রোল করতে পারবেন। IP Camera গুলো ৩৬০ ডিগ্রি রোটেট করা যায়। ফলশ্রুতিতে আপনার দোকানের এক কর্নার বা মাঝে রাখলেই আপনি সম্পুর্ন দোকান মনিটরিং করতে পারবেন পৃথীবির যে কোন স্থানে বসেই।
CCTV Camera, IP Camera সকল মডেল ও দাম সম্পর্কে বিস্তারিত জানতে এই ভিডিওটি সম্পুর্ন দেখুন। এবং প্রতিষ্ঠানের মোবাইল নাম্বারে সরাসরি কথা বলে আরো বিস্তারিত তথ্য জেনে নিন।