দেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট ঢাকা কেরাণীগঞ্জ, যা সদর ঘাটের অপর সাইডেই অবস্থিত। এখানেই রয়েছে আলম মল মার্কেটে চমৎকার একটা দোকান “এস.এস কালেকশন” তারা সরাসরি নিজেদের গার্মেন্টস ফ্যাক্টরিতে শার্টগুলো তৈরি করে সমগ্র বাংলাদেশে পাইকারি বিক্রি করে। যার পাইকারি দাম সর্বনিম্ন ১৩০ টাকা থেকে শুরু করে ৫৬০ টাকা পর্যন্ত। এখানে দেশি বিদেশি ফেব্রিক্সের শার্ট পাওয়া যায়। যেমন- টিসি ফেব্রিক্সের শার্ট, জ্যাকেট কাপড়, সলিড কালার, জ্যাকেট ফেব্রিক্স, সুপার টুইস্ট কাপড়, সুপার টুইস্ট ফেব্রিক্স, সুপার টুইস্ট ফেব্রিক্সের শার্ট, পলি বসিকস, ইন্ডিয়ান ফেব্রিক্স, ইন্ডিয়ান গিজা, গিজা কটন ফেব্রিক্স, গিজা কাপড়ের শার্ট, অরভিন্ড শার্ট, অরভিন্ড মাস্টার কপি শার্ট, ইন্ডিয়ান অরভিন্ড, remi cotton shirt, রেমি কটন ফেব্রিক্স, চায়না গিজা, গিজা কাপড়ের শার্ট, Indian Giza Shirt, China Giza Shirt, Poly Biscos Shirt, Jacket Print shirt, print shirt, প্রিন্টের শার্ট ইত্যাদি.
যারা রমজান ঈদকে কেন্দ্র করে একটি নতুন ব্যবসা শুরু করতে চাচ্ছেন আপনারা চাইলে স্বল্প পুঁজি দিয়ে এই শার্টের ব্যবসাটা শুরু করতে পারেন। তাদের এখানে সর্বনিম্ন শার্টের কালেকশন ১৩০ টাকা থেকে শুরু করে ৫৬০ টাকা পর্যন্ত পাওয়া যায়।
ফরমাল শার্ট
ভিডিওতে অসংখ্য ফরমাল শার্ট দেখানো হয়েছে যার পাইকারি দাম ১৩০ টাকা থেকে শুরু, অতএব আপনি যদি ফুটপাতে ভ্যানে করে বিক্রি করার নতুন শার্টের সন্ধান করে থাকেন তাহলে এখান থেকে কম দামি শার্ট নিয়ে ব্যবসাটা শুরু করতে পারেন।