আপনি যদি একজন পোশাক ব্যবসায়ী হয়ে থাকেন, কিংবা ব্যবসা করবেন বলে ভাবছেন। অথবা ভিন দেশে পোশাক এক্সপোর্ট করবেন বলে ভাবছেন তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ন।
বাংলাদেশের পুরো বিশ্বের মধ্যে ৩য় লার্জেস্ট বা সব থেকে বড় গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং দেশে। 3rd Largest Clothing Exporter Country is Bangladesh in the World. আমাদের দেশে বর্তমানে সুতা থেকে শুরু করে একটা প্রোডাক্ট রেডি করতে যত ধরনের প্রসেসিং আছে সব নিজেরাই করে থাকে। বাংলাদেশের অসংখ্য অ্যাপারেলস ইন্ডাস্ট্রিজ আছে। এবং যদি বলি ছোটখাটো ব্যবসায়ীদের কথা তাহলেত গুনে শেষ করাই যাবেনা।
বাংলাদেশ যেমন অ্যাপারেলস ইন্ডাস্ট্রিজে ৩য় বৃহত্তম দেশ, তেমন আমাদের দেশে পোশাকের ব্যবসায়ীও সব থেকে বেশি। ছোট, ক্ষুদ্র, মাঝারি ও বড় বড় ব্যবসায়ীরা অনেকেই অনেক সময় কোন পোশাক বা কোন ধরনের গার্মেন্টস আইটেম কোথায় পাওয়া যায় এই নিয়ে পরেন বিশাল চিন্তায়। এবং যারা যানেন তাদের কাছে জিজ্ঞাসা করলেও সঠিক ঠিকানা খুব কম লোকজনই দিয়ে থাকে।
আজকের আর্টিকেলে জানাবো বাংলাদেশের পোশাকের পাইকারি মার্কেট কোথায় কোথায় অবস্থিত এবং কোন ধরনের গার্মেন্টস আইটেম বা কোন ধরনের প্রোডাক্ট কোথায় পাওয়া যায়? বাংলাদেশের কাপড়ের পাইকারি মার্কেটের পূর্বে জেনে নেই বাংলাদেশের পাইকারি মার্কেট কোথায় অবস্থিত?
কাপড়ের পাইকারি মার্কেট কোথায়?
বাংলাদেশে পাইকারি মার্কেট প্রতিটা বিভাগেই কম বেশি আছে। তবে বিভাগীয় এই পাইকারি মার্কেটগুলো সরাসরি কোম্পানির সাথে সম্পৃক্ত না থাকায় একটু বারতি দাম দিয়ে কিনতে হয় বা তারা বিক্রি করে থাকে। এখন প্রশ্ন হচ্ছে সরাসরি কোম্পানি পণ্য সাপ্লাই করে এরকম পাইকারি মার্কেট কোথায়? বাংলাদেশের রাজধানী ঢাকা, সুতরাং ঢাকাতেই অবস্থিত সকল প্রকার পাইকারি মার্কেট যেখান থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে কাপড়, ফেব্রিক্স, গার্মেন্টস রেডি প্রোডাক্ট ইত্যাদি আইটেম।
ঢাকা জেলা ৫৬৫ বর্গমাইল নিয়ে গঠিত, এখানে নির্দিষ্ট কিছু স্থানে ১২ মাস পাইকারি পন্য পাওয়া যায়।
কাপড়ের সর্ববৃহৎ পাইকারি মার্কেট
পাইকারি মার্কেট গুলো হলো-
- ভুলতা গাউছিয়া কাপড়ের পাইকারি মার্কেট
- ইসলামপুর কাপড়ের পাইকারি মার্কেট
- গুলিস্থান কাপড়ের পাইকারি মার্কেট
- গুলিস্থান বঙ্গবাজার কাপড়ের পাইকারি মার্কেট
- কেরাণীগঞ্জ কাপড়ের পাইকারি মার্কেট
- বাবুরহাট কাপড়ের পাইকারি মার্কেট
- বানটি বাজার (বাটিক থ্রী-পিসের পাইকারি মার্কেট)
- মিরপুর ১১ – কাপড়ের পাইকারি মার্কেট
নির্দিষ্ট পাইকারি মার্কেট ছাড়াও কিছু বায়িং হাউজ আছে যারা বিভিন্ন যায়গা থেকে পাইকারি পোশাক বিক্রি করা থাকে। সেই সমস্ত ভিডিওগুলো আমাদের ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেইজেও পেয়ে যাবেন। @AminTV
উপরে উল্যেখিত যায়গা গুলোতে আপনি সকল প্রকার কাপড় পাবেন না, যেমন নির্দিষ্ট যায়গাতে নির্দিষ্ট প্রোডাক্ট পাবেন। যেমন আপনি যদি শার্ট-প্যান্টের আইটেমের ভালো কালেকশন চায় তাহলে কেরাণীগঞ্জ এবং গুলিস্থানে পেয়ে যাবেন। আবার যদি শাড়ির কালেকশন চান? সেইক্ষেত্রে মিরপুর-১১ তে পেয়ে যাবেন। আবার আপনি যদি থ্রী-পিস বা মেয়েদের কাপড়ের কালেকশন বা আনস্টিজ কাপড় খুজে থাকেন সেই ক্ষেত্রে বাবুরহাট, গাউছিয়া, বান্টি বাজার, কেরাণীগঞ্জে পেয়ে যাবেন। আবার যদি গেঞ্জি আইটেমের খোজ করে থাকেন, তাহলে বঙ্গবাজার (গুলিস্থান) আসলেই পেয়ে যাবেন। এরকম ভাবে প্রতিটা পণ্যের জন্য আলাদা আলাদা মার্কেট রয়েছে।
কিভাবে জানবো কোন মার্কেটে কি ধরনের পন্য পাওয়া যায়?
প্রতিটা মার্কেটের বিস্তারিত আর্টিকেলে বলে বুঝালে আপনারা অনেকেই বুঝতে পারবেন না। এর জন্য আমাদের এই “AminTV.Net” এর ওয়েবসাইটে রয়েছে সার্চের অপশন, আপনি যেই প্রোডাক্টের খোজ করছেন সেই ধরনের প্রোডাক্টের ভিডি/আর্টিকেল আপনার সামনে শো হবে। এবং প্রতিটা ভিডিওতে এবং আর্টিকেলে প্রতিষ্ঠানের নাম, মার্কেটের নাম, মোবাইল নাম্বার ঠিকানা সহ বিস্তারিত তথ্য পেয়ে যাবেন।
যেভাবে আমিন টিভির ওয়েবসাইটে মোবাইল দিয়ে সার্চ করবেন?
যেভাবে আমিন টিভির ওয়েবসাইটে কম্পিউটার/ল্যাপটব দিয়ে যেভাবে সার্চ করবেন-
(নিচে উল্যেখ ভিডিওটি শুধু শেখানোর উদ্যেশে করা-প্রোডাক্ট আপনার ইচ্ছে মত মার্কেট ঘুরে কিনবেন)