বাংলাদেশে এই প্রথম ইন্ডিয়ান জুতার মেশিন তৈরি করে এক আলোড়ন সৃষ্টি করলো ইকবাল ভাই। অনেক জুতার কারখানার মালিকরা চেয়েছিলো ইন্ডিয়া থেকে মেশিনটি আনার জন্য। কিন্তু অনেক খরচ হওয়ার জন্য তাদের স্বপ্ন পুরণ হতে পারে নাই। তাই আপনাদের স্বপ্ন এবার পুরন করলো “সুপার ষ্টার মেশিনারিজ” কম খরচে এই মেশিন দিয়ে। যাদের ক্যাঙ্গারু ও জুতার কারখানা রয়েছে আপনারা এই মেশিনটির সাহায্যে অল্প সময়ে কম পরিশ্রমে ভালোভাবে জুতা কাটিং করতে পারবেন। এবং যারা নতুন পঞ্চ, ক্যাঙ্গারু, লেডিস জুতার কারখানা দিতে চান? আপনারা চাইলে এই প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষন নিয়ে, নিজ এলাকায় ঘরে বসে, জুতার কারখানা চালু করতে পারেন। আরো বিস্তারিত জানতে ভিডিওটি সম্পুর্ন দেখুন।
এই মেশিনটি সম্পুর্ন ইন্ডিয়ান মডেলের একটি মেশিন। Indian Shoe Cutting Machine এই মেশিনটি দিয়ে স্বল্প চাপ প্রয়োগের মাধ্যমে যে কোন ধরনের জুতার রাবার, ফাইবার, সোল ইত্যাদি কাটিং করা সম্ভব। এতদিন আমরা মার্কেটে দেখে আসছি বাংলা মেশিন। যেই মেশিনগুলোতে প্রচুর চাপ প্রয়োগ করতে হয়। অনেকেই বাংলা মেশিনের ফাইবার কাটতে কষ্ট হয় বলে কারখানা বন্ধ করে দিছে, অথবা মেশিন বিক্রি করে কোম্পানি থেকে কাটিং ফাইবার কিনছে। তাই তাদের জন্য আমিন টিভির এই সন্ধান। এই ভিডিওতে আমরা সম্পুর্ন ইন্ডিয়ান মেশিন দেখিয়েছি যেই মেশিন বাংলাদেশের বাজারে এর পূর্বে আর কেউ আনেনি।
আমিন টিভির মাধ্যমে এই মেশিন সর্বপ্রথম বাজারে আনলো “সুপার ষ্টার ফুটওয়্যার” এর প্রতিষ্ঠাতা ইকবাল ভাই।