সুপারির পাইকারি বাজার । সুপারি

সুপারি এর সর্ববৃহৎ পাইকারি হাত, যেটা এক নামে সবাই চিনে! বাগের হাট সুপারি পট্টি। অন্যন্য যায়গায় যেমন কাচাঁমালের আরত বা বিশাল পাইকারি বাজার থেকে তেমনই এই সুপারি পট্টিতে বিশাল বড় সুপার মার্কেট। যারা পান নিয়ে ইতি মধ্যে ব্যবসা করছেন বা নতুন ব্যবসা কি দিয়ে শুরু করবেন? তারা চাইলে এই সুপারির ব্যবসাটা শুরু করতে পারেন। সুপারির ব্যবসা সম্পুর্ন একটি ইউনিক ব্যবসা। এই ব্যবসা আপনাকে ঘুরে ঘুরে করতে হবেনা। যারা অলরেডি বাজারে পান, সুপারি বা এর মসলা পাতি বিক্রি করে তাদের কাছে আপনি সুপারি সরাসরি পাইকারি সাপ্লাই করেও কিন্তু ব্যবসাটা শুরু করতে পারবেন।

বাগের হাট সুপারি পট্টিতে মূলত রবিবার হাট বসে এছাড়া সপ্তাহে ৬ দিন খোলা থাকলেও বাজার হয় রবিবারেই। এখানে প্রত্যেকটা আরতদারের রয়েছে সুপারি বাছাই করার জন্য আলাদা আলাদা কর্মী। তারা বিভিন্ন সাইজের সুপারি বা বিভিন্ন জাতের সুপারিগুলো বিভিন্ন ভাবে আলাদা করে থাকে।

বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে সরাসরি গাছ থেকে সুপারি গুলো এখানে আসে এবং এখানের শ্রমিক দ্বারা সুপারিগুলো গুটি আলাদা করা হয়। এর পর বিভিন্ন সাইজের সুপারি বিভিন্ন ভাবে ভাগ করা হয়। স্বাধারনত বাজারে আমরা যেই খোলা সুপারি দেখতে পাই তার অধিকাংশ সুপারি এই বাজার থেকেই সাপ্লাই হয়ে থাকে। বিশেষ করে খোসা ছাড়া এবং কাটিং সুপারি।

এখানে দেশি টাটি সুপারির পাশাপাশি বিদেশি ইন্দোনেশিয়ান সুপারি।

কেউ যদি এখান থেকে সুপারি নিয়ে ব্যবসা করতে চান তাহলে যোগাযোগ করতে পারেন।

যোগাযোগের ঠিকানাঃ দেশের যে কোন প্রান্ত থেকে গাড়িতে ওঠে সরাসরি বাগেরহাট সদর বাসস্ট্যান্ডে নেমে, সেখান থেকে যে কোন একটা অটোকে বললেই হবে , সুপারিপট্টি যাব , ভাড়া মাত্র ২০ টাকা। বাগেরহাট, সুপারি পট্টি:- আসিক – 01312-422715, 01765-006985

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *