ইউনিক আনকমন লাইট নিয়ে ব্যবসার সুযোগ। বাংলাদেশের সর্ববৃহৎ ইলেকট্রিক পাইকারি মার্কেট ঢাকা নবাবপুর কাপ্তান বাজার কমপ্লেক্স। এখানে রয়েছে শত শত ইলেকট্রিক দোকান। তো এই মার্কেটেই রয়েছে নুসাইবা এন্টারপ্রাইজ। এই দোকানে রয়েছে আনকম কিছু লাইট যেমন- Hexagon Light, Filament Bulb, DJ light, Music light যেই লাইট গুলো তারা নিজেরাই সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে থাকে। এছাড়া তাদের রয়েছে নিজস্ব ব্রান্ড “CHANEL LIGHT” এই নামে তাদের LED Light এর কালেকশন রয়েছে।
তাদের ব্রান্ডের লাইটগুলো সর্বনিম্ন ৬ মাসের গ্যারান্টি। এবং আপনি আপনার দোকানে এই লাইট গ্যারান্টিসহ বিক্রি করার পর যদি কোন লাইট ফেরত আসে? তাহলে রিপ্লেস লাইট+একটি কালারিং লাইট কাস্টমার ফ্রীতে পাবেন। মানে একটি গ্যারান্টি লাইট যদি নষ্ট হয়? তাহলে ২টি লাইট (১টি রিপ্লেস বাবদ সেম লাইট আর একটি কালারিং লাইট সম্পুর্ন ফ্রী)।
চায়না টু বাংলাদেশ – China to BD
এছাড়া কেউ যদি চায়না থেকে বাংলাদেশে কোন প্রোডাক্ট আনতে চান? তাহলে তাদের মাধ্যমে আনতে পারেন। এবং তারা চায়না টু সৌদিতেও পণ্য পাঠিয়ে থাকে।
চায়না পন্য ইম্পোর্টার
আপনি তাদের মাধ্যমে চায়না থেকে যে কোন পন্য সরাসরি ইম্পোর্ট করে ব্যবসা শুরু করতে পারেন। ধরুন আপনি এমন একটি পন্যের সন্ধান জানেন যেই পন্য বাংলাদেশে খুব কম যায়গাতেই পাওয়া যায়। অথবা ইউনিক আনকমন প্রোডাক্ট যেটা অন্য কোথাও সহজে খুজে পাওয়া যায়না। আপনি তাদের মাধ্যমে সেই সমস্ত প্রোডাক্ট চায়না থেকে ইম্পোর্ট করে বাংলাদেশের পাইকারি মার্কেটে সাপ্লাই করার মাধ্যমে একটি ব্যবসা করতে পারেন।
ভিডিওতে লাইট ও ব্যবসা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সম্পুর্ন ভিডিওটি দেখতে থাকুন।