কোকোপিট ছাদ বাগানের জন্য খুবই প্রয়োজনীয়। কোকোপিট ব্যবহারে ছাদ বাগান বা টবে পানি কম লাগে এবং গাছ তাজা থাকে। আর সব থেকে মজার বেপার হলো কোকোপিটে রয়েছে এমন এক ধরনের ফাইবার যা অধিক সময় পানি ধরে রাখে। যার কারনে ছাদে তুলনামুলক পানি কম লাগে এবং গাছে ঘন ঘন পানি দেওয়ার প্রয়োজন পরেনা।
যাদের ছাদ বাগান আছে বা ছাদ বাগানের বিভিন্ন জিনিস বিক্রি করেন তারা এখান থেকে কোকোপিট বা কোকো ডাস্ট খুবই কম দামে সংগ্রহ করতে পারবেন।
প্রতিষ্ঠানের মোবাইল নাম্বারঃ 01611442369, 01611482926 (Whatsapp/imo)
প্রতিষ্ঠানের ঠিকানাঃ হায়দারগঞ্জ বাংলা বাজার, রায়পুর, লক্ষ্মীপুর, নোয়াখালী
প্রতিষ্ঠানের নামঃ মেসার্স মিলন ব্রাদার্স
এই প্রতিষ্ঠানের মূলত ২টা কারখানা রয়েছে। নোয়াখালিতে এবং লক্ষিপুরে। কেউ যদি সরাসরি গিয়ে সংগ্রহ করতে চান তাহলে যাওয়ার পুর্বে কল করে জিজ্ঞাসা করে নিবেন কোন ঠিকানায় যাবেন।