ব্রান্ডের তারের দাম খুব বেশি হওয়াই খুচরা ব্যাবসায়ীরা এখন কম দামী ক্যাবলসের খোজ করে থাকে। তাদের জন্য আজকের আর্টিকেলটি খুবই গুরুত্বপূর্ন। আজকে আমরা আসছি সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটে। যেটা অবস্থিত গুলিস্থানে. আর এখানেই রয়েছে “মোড়ল ইলেকট্রনিক্স”
মোড়ল ইলেকট্রনিক্স মুলত একটি তারের পাইকারি দোকান। তাদের এখানে যেই ক্যবলস গুলো বিক্রি করা হয় এই গুলো তারা নিজেরাই তৈরি করে থাকে. তাদের ফ্যক্টরিতে।
তাদের এখানে তারের পাইকারি দাম ১৪০ টাকা থেকে শুরু, তবে ১৪০ টাকার তার অবশ্য এলুমিনিয়ামের তৈরি তাই এত কম দাম। আপনারা যারা শুধু লাইট/বাল্ব চালাবেন তারা এই কম দামি তারের কয়েল কিনতে পারেন। যারা বাসা ওয়্যারাইং করবেন তাদের জন্য রয়েছে অরিজিনাল তামার ক্যাবলস, তবে বাসা বাড়িতে যদি হেভি লোডের কিছু থেকে থাকে তাহলে ব্রান্ডের ক্যাবলস ইউজ করার অনুরোধ রইলো।
তাদের এখানে সকল সাইজের তামার তার ব্রান্ডের তারের থেকে ৩ ভাগের এক ভাগ দামে পাবেন অর্থাৎ ৩ হাজার টাকা কয়েলের তামার তার মাত্র ১০০০ টাকায় পাবেন। তাদের এই তামার তার গুলো এত কম দেওয়ার কারণ হচ্ছে তামার সাইজ একটু কমিয়ে দেওয়া। তাই অবশ্যই হেভি লোডের জন্য এই ক্যাবলস নয়। যদি বাসা বাড়ির শুধু লাইট, টিভি, ফ্যান লোড দেন তাহলে এই ক্যাবলস কিনতে পারেন। আর দোকানদার ভায়েরা বিক্রি করার জন্য এই ক্যাবলস নিতে পারেন।
আরো বিস্তারিত দাম সহকারে জানতে আমাদের আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আমিন টিভির প্রতিটা ভিডিওতেই অনেক গুরুত্বপূর্ন তথ্য দেওয়া থাকে তাই অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন।
দোকানের নামঃ মোড়ল ইলেকট্রিক
দোকানের ঠিকানাঃ সুন্দরবন স্কয়ার সুপার মার্কেট, দোকান নং-২৩০, (নীচ তলা) গুলিস্থান, ঢাকা
দোকানের মোবাইল নাম্বারঃ 01986859042, 01799379792