এই দোকানে সকল প্রকার ইমিটেশন জুয়েলারি পাইকারি বিক্রি করা হয় সমগ্র বাংলাদেশে। আপনি এখান থেকে মাত্র ১ টাকায় জুয়েলারির আইটেমও কিনতে পারবেন। তবে এখানে শুধু মাত্র পাইকারি বিক্রি করা হয়। আপনি স্বল্প টাকার পন্য নিয়ে বিভিন্ন কসমেটিকস দোকানে পাইকারি সাপ্লাই করার মাধ্যমে ব্যবসাটা শুরু করতে পারবেন। এই ভিডিওতে অসংখ্য ইমিটেশন জুয়েলারি, Imitation jewellery item দেখানো হয়েছে।
Jewellery design
এই দোকানে হাতের চুরি, ঝুমকা, নুপুর, পায়েল, কানের দুল, নাকফুল, সিটি গোল্ড নাকফুল, মঙ্গল সুত্র, ইন্ডিয়ান দুল, পাথরের চুরি, ইত্যাদি পাইকারি বিক্রি করা হয়।
চকবাজার
সমগ্র বাংলাদেশে থেকে বিভিন্ন ব্যবসায়ীরা এই মার্কেটে আসে পাইকারি কেনা কাঁটা করার জন্য। বাংলাদেশের একমাত্র ইমিটেশন জুয়েলারির সর্ববৃহৎ পাইকারি মার্কেট এই পুরান ঢাকার চকবাজার। এখানে রয়েছে শত শত, হাজার হাজার ইমিটেশন জুয়েলারির ও অন্যান্য আইটেমের পাইকারি দোকান।
যেহুতু চকবাজার থেকে পুরো বাংলাদেশে পাইকারি সাপ্লাই হয়। সেহুতু আপনারা চাইলে চকবাজার থেকে ইমিটেশন জুয়েলারিগুলো পাইকারি কিনে নিজ এলেকায় পাইকারি কিংবা কম দামে খুচরা বিক্রি করতে পারেন। আর এখান থেকে আপনি সম্পুর্ন মাদার হোলসেল রেটে কিনতে পারবেন।
https://www.youtube.com/watch?v=CrUSkUPL7tk