ইমিটেশন জুয়েলারীর পাইকারি মার্কেট – Imitation Jewellery Wholesale Market in Bangladesh

দেশের সব থেকে বড় জুয়েলারী পাইকারি মার্কেট ঢাকার চকবাজার। এখানে ইমিটেশন জুয়েলারি ও কালার কসমেটিকস সহ সকল প্রকার মেকয়াপ ইকুইপমেন্ট ও অন্যান্য অনেক আইটেম পাইকারি বিক্রি করা হয়। চকবাজার হলো বাংলাদেশে বহুল পুরাতন একটি পাইকারি মার্কেট। তো আজকে আমরা আসছি একটি ইমিটেশন জুয়েলারির দোকানে ভিডিও করতে। এখানে হাজারের অধিক জুয়েলারি দোকান রয়েছে যারা শুধুমাত্র পাইকারি জুয়েলারির আইটেম বিক্রি করে থাকে।  আরেকটি কথা না বললেই নয়, চকবাজার একটি পাইকারি মার্কেট। এখানে আপনি যাই নেননা কেন, প্রত্যেকটা পণ্যের একটা লিমিটেশন দেওয়া আছে। যেমন আপনি যদি মেকয়াপ বক্স নেন, তাহলে ১ পিস মেকয়াপ বক্স পাইকারি কিনতে পারবেন। কিন্তু আপনি নাকফুল, হাতের চুড়ি, গলার চেইন কিনেন? সেই ক্ষেত্রে মিনিমাম ১২ পিস বা ১ ডজন ক্রয় করতে হবে বা তারো বেশি।

এখানেই রয়েছে চমৎকার একটি ইমিটেশন জুয়েলারির পাইকারি দোকান। যার নাম “কুলছুম ষ্টোর”, এই দোকানের যিনি প্রতিষ্ঠাতা তার থেকে জানতে পারি তিনি একসময় দোকানের কর্মচারী ছিলো তবে এখন তিনি নিজেই দোকান দিয়েছেন এবং ব্যবসায়ীক হয়েছেন। তিনি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের ছেলে-মেয়েদের যারা বেকার তাদেরকে নিয়ে কাজ করবে এবং ভালো একটি ব্যবসার ধারনা দিবে। এই দোকানে ইমিটেশন জুয়েলারি, গলার সেট, ঝুমকা, গলার চেইন, হাতের বালা, হাতের চুড়ি, মঙ্গলসুত্র, নাকফুল, টপ, লকেট, কাকড়া, আয়না, চরনি, ব্রেস লাইট, পিন ব্রুজ, আয়নেলার, লিপস্টিক, হেয়ার ব্যান্ড, কানের দুল ইত্যাদি পাইকারি বিক্রি করা হয়। সমগ্র বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে লোকজন এই দোকানে আসে এবং এই পণ্য গুলো পাইকারি কিনে নিয়ে যায়।

হকারি করে, ভ্যানে করে, ফুটে বসে এই ব্যবসাটা আপনি শুরু করতে পারেন। ব্যবসা ক্ষেত্রে কোন প্রকার লজ্জা করা যাবেনা।

আজকে আমরা এই দোকানের ভিডিওতে অসংখ্য ইমিটেশন জুয়েলারি ও কালার কসমেটিকস দেখিয়েছি। আপনারা স্বল্প মুল্যে এখান থেকে পণ্য নিয়ে পাইকারি ব্যবসা শুরু করতে পারেন। ইমিটেশন জুয়েলারি ও কালার কসমেটিকস এর পাইকারি দাম জানার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন।

2 thoughts on “ইমিটেশন জুয়েলারীর পাইকারি মার্কেট – Imitation Jewellery Wholesale Market in Bangladesh

  1. আমি জুয়েলারি পন্য এর পাইকারি ব্যবসা করতে চাই কেমন হবে
    কিভাবে করব

    1. ইমিটেশন জুয়েলারি ব্যবসা প্রায় অর্ধেক বা ৫০% লাভের ব্যবসা। তবে অবশ্যই মাল বিক্রি করতে হবে বা বিক্রি করার মত মনমানসিকতা থাকা লাগবে। বর্তমান মাহফিলের সময় বিভিন্ন মেলায়, মাহফিলে বা ফুটপাতে ভ্যানে করে ব্যবসা শুরু করতে পারেন। এবং সামনে রোজার ঈদে ভালো লাভোবান হবেন আশাকরি। তবে লোক লজ্জা থাকলে ব্যবসায় ভালো কিছু করতে পারবেন না।

      Best Regards
      Editor: Md AnTor Ali

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *