৪০ দিনের প্রশিক্ষন নিয়ে টাকা ইনকামের আইডিয়া

📱 মোবাইল সার্ভিসিং শিখে মাসে লাখ টাকা ইনকাম কিভাবে সম্ভব?

আজকের যুগে স্মার্টফোন ছাড়া একদিনও চলে না। মোবাইল আমাদের যোগাযোগ, ব্যবসা, বিনোদন, শিক্ষা — সবকিছুতেই দরকার। কিন্তু এই মোবাইল যদি নষ্ট হয়ে যায়, তখন আমরা দৌড়াই মোবাইল সার্ভিসিং সেন্টারের দিকে।

এই চাহিদার কারণে মোবাইল সার্ভিসিং এখন একটি লাভজনক এবং স্মার্ট ক্যারিয়ার। অনেকেই এই স্কিল শিখে মাসে ৫০ হাজার থেকে লাখ টাকার বেশি আয় করছেন। কিন্তু কিভাবে? আসুন বিস্তারিতভাবে জেনে নেই।


✅ মোবাইল সার্ভিসিং কী?

মোবাইল সার্ভিসিং মানে হলো — মোবাইল ফোনের হার্ডওয়্যার এবং সফটওয়্যার সমস্যাগুলো ঠিক করা। যেমন:

  • ডিসপ্লে/টাচ বদলানো

  • চার্জিং প্রবলেম ঠিক করা

  • মাদারবোর্ড রিপেয়ার

  • সফটওয়্যার ফ্ল্যাশ

  • আইএমইআই ফিক্স

  • পানিতে ভেজা ফোন মেরামত করা ইত্যাদি।


💡 কেন মোবাইল সার্ভিসিং শেখা লাভজনক?

  1. চাহিদা প্রচুর – প্রতিদিন হাজার হাজার ফোন নষ্ট হয়।

  2. কম খরচে শেখা যায় – বড় কোনো ডিগ্রির দরকার নেই।

  3. নিজের দোকান দেওয়া যায় – ছোট্ট একটা দোকানেই শুরু করা যায়।

  4. ঘরে বসেই ফ্রিল্যান্সিং করা সম্ভব – ঘরে বসেই সার্ভিস দিয়ে আয় করা যায়।


🛠️ মোবাইল সার্ভিসিং শেখা যায় কোথা থেকে?

  • লোকাল ট্রেনিং সেন্টার – আপনার শহরে অনেক প্রশিক্ষণ কেন্দ্র আছে।

  • অনলাইন কোর্স – ইউটিউব, উদেমি, স্কিলশেয়ার বা ফেসবুক পেইজ/গ্রুপে অনেক কোর্স আছে।

  • প্র্যাকটিস – শেখার পর নিজের বা পরিচিতদের ফোন মেরামত করে হাতে-কলমে অভিজ্ঞতা অর্জন করুন।


💰 মাসে লাখ টাকা ইনকাম করার স্ট্র্যাটেজি

শুধু শিখলেই হবে না, একটু প্ল্যান করে চলতে হবে:

১. দোকান খুলে সার্ভিস শুরু করুন

একটি ছোট দোকানে সার্ভিসিং শুরু করলে দিনে ৫-১০টা ফোন ধরাও সম্ভব। যদি প্রতিটা ফোন থেকে গড়ে ৫০০ টাকা লাভ করেন, তাহলে:

১০ ফোন × ৫০০ টাকা = ৫,০০০ টাকা (প্রতিদিন)
৩০ দিনে = ১,৫০,০০০ টাকা আয়!

২. এক্সপার্ট সার্ভিস দিন

জটিল কাজ যেমন আইসিপি রিপ্লেস, বুট রিপেয়ার, সফটওয়্যার আনলক — এগুলোতে বেশি আয় হয়।

৩. মোবাইল এক্সেসরিজ ও বিক্রয় যুক্ত করুন

চার্জার, কেস, হেডফোন, প্রটেক্টর ইত্যাদি বিক্রি করেও মোটা অঙ্কের লাভ করা সম্ভব।

৪. অনলাইন প্রোমোশন

আপনার দোকানের জন্য ফেসবুক পেইজ খুলুন, ভিডিও পোস্ট করুন, সার্ভিসের রিভিউ শেয়ার করুন। এতে কাস্টমার আসবে বেশি।

৫. হোম সার্ভিস ও পিকআপ সার্ভিস

ঘরে গিয়ে সার্ভিস দিলে বা কাস্টমারের বাসা থেকে ফোন নিয়ে এসে সার্ভিস দিয়ে পৌঁছে দিলে আলাদা চার্জ নিতে পারবেন।

আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ WhatsApp/imo: 01312504665 ঠিকানাঃ ঢাকা হাতিরঝিলের পাশে, দক্ষিণ বাড্ডা তিতাস রোড, মা’মুরে নূর জামে মসজিদের পাশে, মিন্টু ভাইয়ের পুরাতন বিল্ডিং, বিল্ডিং এর নাম হলো সোহান মঞ্জিল বিল্ডিং এর ৫ তলা আসবেন, বাড্ডা, ঢাকা -১২১২ ট্রেনিং সেন্টারের ঠিকানা : Rubel Technical Institute / RT Mobile Repair And Training Center


🌟 সফলদের গল্প

বাংলাদেশে এমন অনেক তরুণ আছেন যারা মোবাইল সার্ভিসিং শিখে নিজের পায়ে দাঁড়িয়েছেন। কেউ খুলেছেন বড় সার্ভিস সেন্টার, কেউ ইউটিউবে টিউটোরিয়াল দিয়ে ইনকাম করছেন, কেউ আবার মোবাইল পার্টস আমদানি করে ব্যবসা করছেন। 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bn Bengali en English