রিসেলার ব্যবসা – রিসেলার নিয়োগ চলছে

আসসালামু আলাইকুম প্রিয় ভিজিটর। আপনাদের মধ্যে অনেকেই আছেন, যারা ব্যবসা করতে চান কিন্তু পারছেন না। কাজ করতে চান কিন্তু পারছেন না। অনেক ভাইয়েরা আছেন পড়াশোনা করছেন কিন্তু এই পড়াশোনার অবসর টাইমে নিজে কিছু একটা করতে চাচ্ছেন কিন্তু পারছেন না।  তাই অনেকেই পুঁজি ছাড়া ব্যবসা বা রিসেলার নিয়ে ব্যবসা শুরু করতে চায়। তাদের জন্যই আমাদের আজকের এই আর্টিকেল।

রিসেলিং ব্যবসা

আজকের আর্টিকেলে যেই ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করবো সেই ভিডিওটা যদি সম্পুর্ন দেখেন তাহলে আপনি পুজি ছাড়া ব্যবসা করতে পারবেন তাও শুধু মাত্র আপনার ফেসবুক আইডি ব্যবহারের মাধ্যমে। সেটা কিভাবে? চলুন একটি বিস্তারিত জেনে নেই।

যেই প্রতিষ্ঠান থেকে রিসেলার নিয়োগ দিচ্ছে সেই প্রতিষ্ঠানটি প্রোডাক্ট কেমন?

এই প্রতিষ্ঠানের নাম হচ্ছে “Tech Tools” সুতরাং ধারনা করতে পারছেন যে এই প্রতিষ্ঠানে যেই সকল প্রোডাক্ট এর রিসেলার দেওয়া হচ্ছে সেগুলো সবই গ্যাজেট বা টেক রিলেটেড আইটেম বা ডিভাইস।

আর যদি ক্যাটাগরির কথা বলি তাহলে সেটা হচ্ছে মোবাইল এক্সেসরিস।

যেমন- মোবাইল ব্যাক কাভার, হেড ফোন, মাইক্রোফোন, এয়ারবার্ডস, চার্জার, পাওয়ার ব্যাংক সহ আরো অনেক ডিভাইস।

আর এই প্রোডাক্টগুলো সম্পুর্ন রানিং প্রোডাক্ট। আপনি চাইলে এখান থেকে রিসেলিং নিয়ে আপনাদের বন্ধুদের সাথেও ব্যবসা করতে পারবেন। কারণ এইগুলো মোটামুটি সবারই প্রয়োজন।

তাদের এখান থেকে তার আপনার পণ্য সেলের উপর নির্দিষ্ট কমিশন আপনাকে বিকাশ বা অন্য মাধ্যমে দিয়ে দিবে। 

রিসেলার হিসেবে আপনার কাজ হলো আপনি তাদের পন্য নিয়ে বা পণ্যের ছবি দিয়ে ফেসবুক সহ বিভিন্ন সোস্যাল মিডিয়া বা অন্য যে কোন মাধ্যমে আপনি মার্কেটিং করবেন এবং বিভিন্ন সেল গ্রুপে সেলিং পোস্ট দিবেন। এছাড়াও ফেসবুক মার্কেট প্লেসে ফ্রীতে পোস্ট করতে পারেন। এর পর যখন কেউ প্রোডাক্ট অর্ডার দিবে তখন প্রতিষ্ঠানকে মেসেঞ্জার বা তাদের Whatsapp এ ক্লায়েন্টের নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলে। আপনার রেফারেন্সে তারা পণ্য ডেলিভারি করবে এবং নির্দিষ্ট মুনাফা আপনাকে দিয়ে দিবে। এভাবেই আপনি বিনা টাকায় বা বিনা পুজিতে ব্যবসা শুরু করতে পারেন।

আরো বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন..

যোগাযোগ করার ঠিকানা : 5th floor, 152/2/m Green Road,(Beside Firoz Tower), Panthapath, Dhaka 1205
Tech Tools Hot line- 09613210310 Whatsapp number- +880 1717-275295

2 thoughts on “রিসেলার ব্যবসা – রিসেলার নিয়োগ চলছে

    1. সরাসরি তাদের সাথে ফোন করে কথা বলুনঃ Tech Tools Hot line- 09613210310 Whatsapp number- +880 1717-275295
      যোগাযোগ করার ঠিকানা : 5th floor, 152/2/m Green Road,(Beside Firoz Tower), Panthapath, Dhaka 1205

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bn Bengali en English