এটি এমন এক আযব মেশিন যেটার মাধ্যমে ধান থেকে চাল এবং ভুট্টা থেকে আটা সহ যে কোন ধরনের আটা উৎপাদন করতে পারবেন। এই মেশিনে প্রতি ঘন্টায় ১০ মন ধান ভাঙ্গা সম্ভব। এটা বাসা বাড়ির লাইন দিয়েই চলবে ৪৪০ volt এর জন্য আলাদা বিদ্যুৎ নিতে হবেনা। এটার বিদ্যুৎ খরচ খুবই কম। যদি আপনি সম্পুর্ন লোড দিয়ে ব্যবহার করেন তাহলে এটা ঘন্টায় মাত্র ৩ ইউনিট বিদ্যুৎ খরচ করে যা অন্যান্য মেশিনে তুলনায় খুবই কম।
কেউ যদি তার এলাকায় এই মেশিন স্থাপন করেন তাহলে বড় রাইস মিলে কেউ ধান ভাঙ্গাবেনা কারন নরমালে এলাকার মানুষ ১০-২০ কেজি ধান ভাঙ্গাতে গেলেও অনেক্ষন দারিয়ে থাকা লাগে আবার কয়েকজনের মিলে বেশি পরিমানে না হলে তারা ভাঙ্গায়না সিরিয়াল রেখে দেয়। তবে এই মেশিন ২২০ ভোল্টে চলাতে আপনি বাসার লাইন দিয়েও সিমিত খরচে যখন ইচ্ছা সার্ভিস দিতে পারবেন। এবং পাশাপাশি আলো চাল থেকে আটা, ভুট্টার আটা, গমের আটা, মরিচের গড়া, হলুদের গুড়াও করতে পারবেন।
আরো বিস্তারিত জানতে ভিডিওটি সম্পুর্ন দেখুন এবং নিচে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করুন।
সকল প্রকার কৃষি মেশিন ও যন্ত্রপাতির বিক্রয় কেন্দ্র
মেহেরপুর জেলা, নুরপুর বাজার, লেটেস্ট সপ
01875600743, 01887148133, 01814457075